শিলিগুড়ি,২৬ সেপ্টেম্বরঃ ১২ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করলেন আশা কর্মীরা।মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আশাকর্মীরা।মিছিলটি হাসপাতাল মোড় হয়ে হাসমিচকে পৌঁছায়। সেখানে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন আশাকর্মীরা। যদিও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেন তারা। এরপর সেখান থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদে গিয়ে আশা কর্মীদের চারজনের একটি প্রতিনিধির দল সিএমএইচও এর কাছে তাদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেন।
আন্দোলনকারীরা জানান, ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে দিন রাত লাগাতার তারা কাজ করে চলেছেন।কিন্তু এই চলতি সময়েও তাদের মাত্র সাড়ে চার হাজার টাকা বেতন দেওয়া হয়। এর আগেও তারা বহুবার বেতন বৃদ্ধির দাবি সহ তাদের একাধিক দাবি প্রশাসনের কাছে তুলে ধরেছিলেন।কিন্তু কোনওসুরাহা মেলেনি। ফলে বাধ্য হয়ে তারা আরও একবার বিক্ষোভে সামিল হয়েছেন।