শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ সাইবার জালিয়াতির শিকার শিলিগুড়ির এক স্কুল শিক্ষক।ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা।দেশবন্ধুপাড়ার বাসিন্দা সুধীন সরকার।স্থানীয় একটি হাইস্কুলের শিক্ষক।
১০ ফেব্রুয়ারি তার মোবাইলে একটি ফোন আসে।সুধীন বাবুর অভিযোগ, ফোন থাকা ব্যক্তি ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে জানায় এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বলে।শেষ হওয়ার তারিখও জানায়।দেখা যায় কার্ডে লেখা শেষ তারিখের সঙ্গে ফোনে বলা সেই তারিখ মিলে যাচ্ছে।তারপরই বিশ্বাস করে সুধীন বাবুর ছেলে কার্ডের নম্বর ও মোবাইলে আসা ওটিপি জানিয়ে দেন।নিমেষে কয়েক ধাপে অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে।ইতিমধ্যেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।