শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে বাড়ছে সাইবার অপরাধের ঘটনা।এক সপ্তাহের মধ্যে শিলিগুড়িতে সাইবার প্রতারণার শিকার হলেন এক মহিলা ও এক ব্যক্তি।খোয়ালেন ৪৪ লক্ষ টাকা।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হাকিমপাড়ার বাসিন্দা এক মহিলার কাছে মুম্বাইয়ের আন্ধেরী পুলিশ স্টেশনের নামে একটি ফোন আসে।বলা হয় তার মোবাইলের সিম কার্ড এবং আধার কার্ড অপরাধমূলক ক্রিয়াকলাপে ব্যবহার করা হচ্ছে।এই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে।তাকেও গ্রেফতার করা হবে বলে মহিলাকে ভয় দেখানো হয়।
সেই গ্রেফতারি থেকে বাঁচতে টাকা চাওয়া হয় মহিলার কাছে।এরপরই মহিলা ১৩ লক্ষ টাকা প্রতারকদের পাঠিয়ে দেয়।এই বিষয়টি মহিলা তার ছেলেকে জানান।পরবর্তীতে তিনি জানতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।এরপরই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন মহিলা।
অন্যদিকে শেয়ার মার্কেট ট্রেডিং এর নামে প্রধাননগর থানার অন্তর্গত নর্মদাবাগান এলাকার বাসিন্দা এক ব্যক্তি প্রতারণার শিকার হন।গত ২০ সেপ্টেম্বর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি।জানা গিয়েছে, ব্যক্তির হোয়াটস অ্যাপে এক মহিলা শেয়ার মার্কেট ট্রেডিং এর একটি লিঙ্ক পাঠিয়ছিলেন।সেই লিঙ্কে ক্লিক করতেই শেয়ার মার্কেট ট্রেডিং শুরু হয়।সেখানে লাভবানও হন তিনি।প্রলোভনে পড়ে পরবর্তীতে শেয়ার মার্কেট ট্রেডিংয়ে ৩১ লক্ষ টাকা দেন।পরবর্তীতে তিনি জানতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।
প্রতারিত মহিলা ও ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা।