শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ সাইবার প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে পড়ুয়াদের প্রশিক্ষণ।বৃহস্পতিবার শিলিগুড়ি গার্লস হাইস্কুলে সাইবার বিশেষজ্ঞদের দ্বারা সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়।
এদিন শহরের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্কুল পড়ুয়ারা এই সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।বিভিন্ন সাইবার প্রতারণার ঘটনা নাটকের মধ্য দিয়ে তুলে ধরে পড়ুয়ারা।সাইবার প্রতারণার ফাঁদ থেকে কিভাবে বাঁচা সম্ভব তা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করেন বিশেষজ্ঞরা।
এদিনের সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সাইবার বিশেষজ্ঞ সন্দীপন সেনগুপ্ত, শিলিগুড়ি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী, শিলিগুড়ি সাইবার ক্রাইমের আইসি সুরজ ছেত্রী সহ অন্যান্যরা।