আলিপুরদুয়ার, ১৬ জুলাইঃ পর্যটকদের জন্য সুখবর।এবারে সাইকেলে চেপে ডুয়ার্স ঘুরতে পারবেন পর্যটকেরা।রবিবার দমনপুর থেকে রাজাভাতখাওয়া অবধি পর্যটকদের জন্য সাইকেল ব্যবস্থা চালু করলো আলিপুরদুয়ার জেলা প্রশাসন।
জানা গিয়েছে, মাত্র ৫০ টাকা ব্যয়ে এবার বক্সার জঙ্গল এলাকা ঘুরতে পারবেন পর্যটকরা। এদিন আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে ‘ডুয়ার্স দর্শন’ নামে একটি প্রকল্পের মাধ্যমে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে ৫ টি সাইকেল তুলে দেওয়া হয়।এখন থেকে এই সাইকেল নিয়েই বক্সা ব্যাঘ্র প্রকল্পের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন পর্যটকরা।
রবিবার সকালে দমনপুর এলাকা থেকে এই পরিষেবার শুভ সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, অতিরিক্ত জেলাশাসক স্মৃতি রঞ্জন মোহান্তি ও প্রকল্পের অতিরিক্ত ক্ষেত্র আধিকারিক প্রবীণ কাসোয়ান সহ অন্যান্য আধিকারিকরা।