শিলিগুড়ি, ১ মার্চঃ প্রতিনিয়ত প্রতিযোগিতার দৌড়ে পড়াশোনায় সাফল্য আনার লক্ষ্যে দিনভর পাঠ্যপুস্তক নিয়েই ব্যস্ত থাকতে হয় খুদে পড়ুয়াদের।
এই কারণে তরুন প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে, তাদের মাঠে ফেরাতে ও পরিবার পরিজনদের সতর্ক করতে সাইকেল চেপে প্রচারে নামল আলিপুরদুয়ারের দুই যুবক।নাম বিমান সরকার ও অঙ্কিত ঘোষ।
বিমান জানায়, শিশুদের পড়ার বাড়তি চাপ থেকে মুক্তি দিক পরিজনেরা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় আগ্রহী করা পরিজনদের কর্তব্যের মধ্যেই পড়ে। সেই সচেতনতা বাড়াতে সাইকেল চেপে ৪ জেলা পরিক্রমনে বেরিয়েছে তারা।তবে শুধু জেলা হয় আগামীতে ভিন রাজ্যেও পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানায় অঙ্কিত।
শনিবার আলিপুরদুয়ার থেকে এই যাত্রার সূচনা হয়।রবিবার শিলিগুড়িতে পৌঁছায় তারা। এদিন শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে তাদের সংবর্ধনা দেওয়া হয়।এরপরই মালবাজারের উদ্দেশ্যে রওনা দেয় তারা। সবকিছু ঠিকঠাক থাকলে, সোমবার রাতেই আলিপুরদুয়ারে পৌঁছবে বলে জানা গিয়েছে।