রাজগঞ্জ, ১০ মেঃ সবুজ প্রকৃতি ও পৃথিবী রক্ষার বার্তা নিয়ে সাইকেলে ভ্রমনে বেরিয়েছেন হুগলি জেলার এক দম্পতি।গত ২৮ এপ্রিল হুগলি থেকে বেরিয়ে বুধবার রাজগঞ্জের আমবাড়িতে পৌঁছেছেন তারা।
হুগলির এই দম্পতির নাম প্রদীপ বিশ্বাস ও সঙ্গীতা দেবনাথ বিশ্বাস।তাদের সাইকেলের নাম দিয়েছেন ইচ্ছেডানা।আর এই ইচ্ছেডানা সাইকেলে চেপেই বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছেন তারা।তাদের বক্তব্য, বৃক্ষ নিধনের ফলে সবুজ কমেছে।কিন্তু সবুজায়ন বৃদ্ধি পায়নি।এছাড়া অধিকাংশ মানুষ প্লাস্টিকের প্যাকেট জাতীয় খাবার খেয়ে সেই প্যাকেট যত্রতত্র ফেলে দিচ্ছে।বিনা কারণে গাড়ির হর্ন বাজানো ও উচ্চস্বরে মাইক, ডিজে বাজানো হচ্ছে।উৎসবের মরশুমে ক্ষতিকারক বারুদে দূষিত হচ্ছে পরিবেশ।তাই সবুজ প্রকৃতি ও পৃথিবী রক্ষার বার্তা নিয়ে সাইকেল ভ্রমনে বেরিয়েছেন তারা।
জানা গিয়েছে, এর আগেও একই বার্তা নিয়ে দক্ষিণ ভারত ভ্রমণ করেছেন তারা।এই দীর্ঘ পথ ভ্রমণে দিনের বেলায় রাস্তার পাশের কোনও হোটেলে খাওয়া দাওয়া করেন।রাতে নিজেরাই রান্নার ব্যবস্থা করেন তারা।এছাড়াও এই ভ্রমণ যাত্রায় তাদের সহযোগিতায় এগিয়ে আসেন অনেকেই।উত্তরবঙ্গ ভ্রমণের পর রওনা দিবেন অসমের উদ্দেশ্যে।