শিলিগুড়ি, ২১ ডিসেম্বরঃ চুরি যাওয়া সাইকেল সহ একজনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম অজিত সাহানী।
জানা গিয়েছে, ১৭ ডিসেম্বর রাতে চম্পাসারি অঞ্চল সংলগ্ন অ্যাপার্টমেন্ট থেকে একটি সাইকেল চুরি হয়।এরপর ১৯ তারিখ প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চম্পাসরি থেকে একজনকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ।
অভিযুক্তের বয়ানের ভিত্তিতে রেগুলেটেড মার্কেট থেকে চুরি যাওয়া সাইকেলটি উদ্ধার করে পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।