নেশামুক্ত ভারত ও সুস্থ সমাজ গড়ার বার্তা নিয়ে সাইকেলে কেদারনাথ যাত্রা শিলিগুড়ির দুই যুবকের

শিলিগুড়ি, ৭ মেঃ নেশামুক্ত ভারত ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে সাইকেল নিয়ে শিলিগুড়ি থেকে কেদারনাথ যাত্রা শুরু করলো দুই যুবক।এই যাত্রায় বিভিন্ন রাজ্যে নেশামুক্ত ভারত ও সুস্থ সমাজ গড়ার বার্তা দেবেন তারা।


শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের অন্তর্গত পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পাঁচকেলগুড়ির বাসিন্দা দুই যুবকের নাম সরোজ সাইবো এবং মানিক প্রামাণিক।সামাজিক বার্তা নিয়ে সাইকেলে কেদারনাথ যাত্রা তাদের।আর্থিক পরিস্থিতি দুর্বল থাকা সত্বেও এই যাত্রায় বেরিয়েছেন তারা।

দুই যুবকের বক্তব্য, বর্তমানে দেশের যুব সমাজ নেশার জগতে ডুবে যাচ্ছে।যা সমাজের জন্য উদ্বেগের।এই কারণে সমাজকে নেশামুক্ত করার বার্তা নিয়ে এই যাত্রা করছেন তারা।


জানা গিয়েছে, সরোজ এবং মানিক প্রায় দেড় মাস সাইকেল চালিয়ে ১,৮৭৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে কেদারনাথে পৌঁছাবেন।এদিন যাত্রা শুরুর আগে এলাকার বাসিন্দারা তাদের শুভেচ্ছা জানান।পাশাপাশি শিলিগুড়ির বালাসন নদীর জল দিয়ে কেদারনাথে মহাদেবের অভিষেক করবেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *