রাজগঞ্জ, ৪ সেপ্টেম্বরঃ ‘স্বাস্থ্যই সম্বল’ বার্তা নিয়ে সাইকেল নিয়ে লাদাখ পাড়ি দিলেন রাজগঞ্জের কলেজ পড়ুয়া আনিস।
‘স্বাস্থ্যই সম্বল’ বার্তা নিয়ে মানালি থেকে সাইকেল নিয়ে লাদাখের খারদুংলা পৌঁছান রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বাদলাগছের কলেজ পড়ুয়া আনিস।শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেন।
শিলিগুড়ি কলেজের বিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র আনিস।ছোটবেলা থেকেই সাইকেল চালাতে ভালবাসেন।এই ভাললাগা থেকেই সাইকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন।গত ২৮ জুলাই সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পরেন।কলকাতায় তার এক বন্ধু অভিক চট্টোপাধায়কে সঙ্গে নিয়ে ট্রেন ও বাসে মানালি পৌঁছান।সেখান থেকে দুই বন্ধুর সাইকেল যাত্রা শুরু হয়।৭ আগস্ট থেকে ১৪ দিন সাইকেল চালিয়ে প্রায় ৫০০ কিলোমিটার পাহাড়ি রাস্তা অতিক্রম করে লাদাখের খারদুংলা পৌঁছান আনিস।দুদিন সেখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর বাড়ি ফিরে আসেন।
এই বিষয়ে আনিস বলেন, ছোট বেলা থেকেই সাইকেল নিয়ে ঘুড়তে ভালোবাসি। অনেকে দিনের ইচ্ছে ছিলো লাদাখের খারদুংলা যাবার।সেই ইচ্ছে পূরণ হলো। খারদুংলার মতো প্রাকৃতিক দৃশ্য হয় তো কথাই নেই।এছাড়া নিয়মিত সাইকেল চালানর অভ্যাস থাকলে শরীর ফিট থাকে পরিবেশ দূষণ কম হয়।আগামীতে আরও বিভিন্ন যায়াগায় সাইকেল নিয়ে ঘুড়ার ইচ্ছে রয়েছে বলে জানান তিনি।