শিলিগুড়ি, ৫ অক্টোবরঃ শহরের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে ময়দানে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।পুজোর আগে শুরু করা হল সাইকেল পেট্রোলিং।
প্রসঙ্গত, পুজোর সময় প্রায়শই চুরি ছিনতায়ের মত ঘটনা বেড়ে যায়।এই ধরণের অপরাধ রুখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বিশেষ করে রাতের সময়ে সাইকেল পেট্রোলিং চালাবে।গতকাল রাত থেকে এই সাইকেল পেট্রোলিং শুরু করা হয়েছে।শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস তার ক্রাইম উইং টিমকে নিয়ে সাইকেল পেট্রোলিংয়ে বের হন।থানা অন্তর্গত বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হয়।
অন্যদিকে হাসপাতালের সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে শিলিগুড়ি জেলা হাসপাতালেও নজরদারি চালানো হয়।এরপর বাঘাযতীন পার্ক, কোর্টমোড়, মহাবীর স্থান সহ বিভিন্ন এলাকায় সাইকেল পেট্রোলিং চলে।
পুলিশের তরফে জানা গিয়েছে, সাইকেল পেট্রোলিং বিশেষ করে রাতের দিকে করা হবে।আগামীতেও এই নজরদারী চলবে।