শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ দ্বিতীয় সেবক সেতুর দাবিতে আগামী ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে ডুয়ার্স তরাই মৈত্রী সাইকেল র্যালির আয়োজনের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করতে চলেছে ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস সংগঠন।শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা।
এদিন ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস সংগঠনের সম্পাদক চন্দন রায় বলেন, গান্ধী জয়ন্তীর দিন ডুয়ার্স তরাই মৈত্রী সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।দুটি জায়গা থেকে এই সাইকেল র্যালি হবে।একটি মালবাজার সুভাষমোড় থেকে শুরু হয়ে সেবক করোনেশন ব্রিজে আসবে।অপরটি শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে থেকে সেবক করোনেশন ব্রিজে যাবে।এরপর দুটি র্যালি একসঙ্গে মিলিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে।এর পাশাপাশি সেবক করোনেশন ব্রিজকে হেরিটেজ ঘোষনা এবং পর্যটক কেন্দ্রস্থল করার দাবি জানান তিনি।