শিলিগুড়ি, ৬ মেঃ ডিএ এর দাবীতে আন্দোলনের ১০০তম দিনে শিলিগুড়িতে মিছিল করলো সংগ্রামী যৌথ মঞ্চ।
এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন সংগঠনের সদস্যরা।মিছিলের মধ্য দিয়ে তাদের দাবী দাওয়া তুলে ধরেন।
এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের দার্জিলিং জেলার যুগ্ম আহ্বায়ক রীতা ঠাকুর জানান, মহার্ঘ্যভাতা কোন দান নয় এটা আমাদের নৈতিক অধিকার।ডিএ নিয়ে আন্দোলনের একশো তম দিন আজ।ডিএ আমাদের অধিকার তা আমরা লড়াই করে আদায় করবো।
