বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল যুব কংগ্রেসের তরফে বৃক্ষরোপণ কর্মসূচি

শিলিগুড়ি, ৫ জুনঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাতিয়াডাঙ্গার বিশ্ব বন্ধু মাঠে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হল।জানা গিয়েছে, এদিন প্রায় ২০০টি চারাগাছ লাগানো হয়।এছাড়াও খুদেদের গাছ এবং মাস্ক বিতরণ করা হয়।


এদিন ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কিশোর মন্ডল বলেন, গাছ কেটে ফেলা বা গাছের সংখ্যা কমে যাওয়ার কারণে অক্সিজেন এর সঙ্কট দেখা দিয়েছে।আগামীদিনেও  গাছের রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি পরিবেশের যাতে যত্ন নেওয়া হয় সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করবো।

এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক যুব সম্পাদক গৌতম সাহা ও যুব তৃণমূল অঞ্চল সভাপতি বুলন সাহা, প্রধান সুধা সিংহ চ্যাটার্জী, জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক স্বপন কর্মকার সহ দলের অন্যান্য কর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *