শিলিগুড়ি, ১৬ আগস্টঃ মারণরোগ ক্যান্সারে আক্রান্ত ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের সাউথ কলোনির পাঁচকেলগুড়ির বাসিন্দা অর্পিতা বসাক।সে দশম শ্রেণীর ছাত্রী।
হঠাৎই মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হয় সে।আর্থিক অবস্থায় খারাপ থাকায় চিকিৎসা করার সামর্থ্য নেই পরিবারের।এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ডাবগ্রাম ফুলবাড়ি যুব তৃণমূল কংগ্রেস।
রবিবার অর্পিতার বাড়িতে ছুটে যান ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম গোস্বামী। সঙ্গে ছিলেন ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের যুব সভাপতি কিশোর মন্ডল সহ অন্যান্য যুব কর্মীরা।
অর্পিতার পরিবারের সঙ্গে কথা বলে তার সমস্ত চিকিৎসার ব্যয়ভার কাঁধে তুলে নেন তারা। ডাবগ্রাম ফুলবাড়ি যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি অর্পিতার পরিবারের।