শিলিগুড়ি, ৩০ জানুয়ারিঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।দেওয়াল লিখনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারের সূচনা হল।
জানা গিয়েছে, শিলিগুড়ি টাউন ৩ (A) ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং ৩৭ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় দেওয়াল লিখন কর্মসূচি গ্রহণ করা হয়।এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি টাউন ৩ (A) ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি নিহার রঞ্জন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি মিঠু পাল, ওয়ার্ড যুব সভাপতি বিমল সাহা সহ দলের একাধিক কর্মী ও সমর্থকরা।
তৃণমূল নেতৃত্বরা জানান, দেওয়াল লিখনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিধানসভা নির্বাচনের বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।আগামীদিনে আরও বিভিন্ন প্রচার কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তারা।
