শিলিগুড়ি, ৮ এপ্রিলঃ দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় পঞ্চম দফায় আগামী ১৭ এপ্রিল ভোট।করোনা পরিস্থিতির জেরে বয়স্ক নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ১২৭,১২৮ এবং ১২৯ নম্বর বুথে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ হয়।এদিন বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেন ভোটকর্মীরা।জানা গিয়েছে, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে ৩টি বুথের মোট দশ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোটদান করেন।
এক বয়স্ক ভোটার দিগবীর ঘিসিং বলেন, এর আগে ভোট কেন্দ্রে লাইন দিয়ে ভোট দিয়েছেন তিনি।তবে এবারে নির্বাচন কমিশনের উদ্যোগ প্রশংসনীয়।ঘরে বসেই ভোট দিয়ে খুশি তিনি।