আগামীকাল ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় নির্বাচনী জনসভা মুখ্যমন্ত্রীর, চলছে প্রস্তুতি

ফুলবাড়ি, ১২ এপ্রিলঃ আগামীকাল ডাবগ্রাম-ফুলবাড়িতে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।চলছে জোরকদামের প্রস্তুতি।


জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এই জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৪ এপ্রিল মালবাজার বিধানসভা এবং ৫ এপ্রিল জলপাইগুড়ি বিধানসভায় সভা করেছেন।আগামীকাল জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার জাবরাভিটা জুনিয়ার হাইস্কুলের মাঠে জনসভা রয়েছে তার।

উল্লেখ্য, ২০১৪ সালে জলপাইগুড়ি লোকসভা, কোচবিহার লোকসভা ও আলিপুরদুয়ার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জিতলেও ২০১৯ এর লোকসভা নির্বাচনে তিনটিতেই বিজেপির কাছে হেরে যায় তৃণমূল।সেকারণে এবার এই লোকসভা আসনগুলি দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *