জলপাইগুড়ি, ২ জানুয়ারিঃ ডাবগ্রাম-ফুলবাড়ির একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে জলপাইগুড়ি সার্কিট হাউসে বৈঠক করলেন পর্যটক মন্ত্রী গৌতম দেব।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও ভূমি দফতরের আধিকারিকরা।
জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার উন্নয়নমূলক কাজ গুলি দ্রুততার সঙ্গে করার উদ্যোগ গ্রহণ করেছেন মন্ত্রী।
মন্ত্রী গৌতম দেব জানান, যেসব জায়গায় জমির পাট্টার সমস্যা রয়েছে সেগুলো সমাধান করা হবে।দুবিঘা জায়গায় স্কুল করা হবে।১০ জানুয়ারি থেকে বেঙ্গল সাফারির উল্টোদিকে বনবিভাগের দেওয়া জমিতে কর্মতীর্থ প্রজেক্টের কাজ শুরু হবে।অন্যদিকে ডাবগ্রামেও আরও একটি কর্মতীর্থ কাজের প্রক্রিয়া চলছে।এছাড়াও সর্বশিক্ষা মিশন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়।