শিলিগুড়ি, ৩ জুলাইঃ বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টিতে জলমগ্ন ডাবগ্রাম ২ অঞ্চলের উত্তর শান্তিনগরের প্যাঙ্গানি পাড়া।জানা গিয়েছে, এলাকায় প্রায় কয়েকশো পরিবারের বসবাস।গতকালের প্রবল বর্ষনে জলের তলায় গোটা এলাকা।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রয়োজন বাধের।দীর্ঘদিন ধরে এলাকার পঞ্চায়েত ও প্রধানকে বাঁধের দাবি জানানো হলেও সুরাহা মেলেনি।প্রতিবছর সামান্য বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে যায়।এবারেও একরাতে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এলাকা।এলাকায় প্রায় সব বাড়িতেই হাঁটু সমান জল।
বাসিন্দারা বলেন, তারা জলের মধ্যে পড়ে রয়েছেন, খাবারের ব্যবস্থা নেই।আগামীদিনে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে পাঙ্গানি পাড়া ভোট বয়কট করার হুমকি দিয়েছেন তারা।
এদিন ক্ষোভে পঞ্চায়েতের বাড়ির সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা।খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পঞ্চায়েত সদস্যা মিঠু সরকার জানান, এলাকা পরিদর্শন করে তাদের সমস্যার কথা প্রধানের কাছে তুলে ধরা হয়েছে।তার পরেও কেন বাসিন্দারা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে তা তার অজানা।এসব বিরোধীদের চক্রান্ত বলে মনে করছেন বলে জানিয়েছেন তিনি।