ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন ডাবগ্রাম-ফুলবাড়ি যুব তৃণমূল সভাপতি গৌতম গোস্বামী

শিলিগুড়ি, ২ আগস্টঃ রাখী বন্ধনের আগে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন যুব তৃণমূল সভাপতি গৌতম গোস্বামী।


জানা গিয়েছে, ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ভালোবাসা মোড় সংলগ্ন অঞ্চলে বসবাস সায়নী ও অনন্যা সরকারের। পিতৃহীন দুঃস্থ দুই ছাত্রীর পরিবারে ভাই বলে কেউ নেই। এবারে তাদের পাশে ভাই হিসেবে উপস্থিত হলেন ডাবগ্রাম-ফুলবাড়ি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম গোস্বামী।এদিকে রাখি পরিয়ে খুশি সায়নী ও অনন্যা।

তারা জানায়, নিজেদের ভাই নেই বলে রাখী পুর্নিমার সময় অন্যদের দেখে মন খারাপ হয়।তবে এবারে এভাবে রাখি পরাতে পেরে তারা খুবই খুশি।


ডাবগ্রাম-ফুলবাড়ী ব্লক যুব সভাপতি গৌতম গোস্বামী জানান, বোনেদের সমস্ত কিছু দেখবার দায়িত্ব ভাইদের।তাই নিজের  ভাইয়ের মতো এই দুই বোনকে আগামীতে সবরকমভাবে পাশে থাকা কথা বলেন তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbet