জলপাইগুড়ি,৪ জানুয়ারিঃ ‘অবিলম্বে চাকরি চাই,নইলে জমি ফেরৎ চাই’। এই দাবি তুলে জলপাইগুড়ি আশামোড় স্থিত তিস্তা ব্যারেজের দপ্তরে তালা মেড়ে অবস্থান বিক্ষোভ শুরু করলো ল্যান্ড লুজার কমিটির সদস্যরা।
আজ জেলার প্রায় ৬০০ ল্যান্ডলুজার পরিবারের সদস্যরা অবস্থান বিক্ষোভ শুরু করে।তাদের একটাই দাবি তাদের সরকারি চাকরির বিষয়ে লিখিত প্রতিশ্রুতি চাই,না হলে তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজার কমিটির সভাপতি নজরুল রহমান।তিনি আরো বলেন,আজ আমরা চাকরির নিয়গপত্র নেবো অন্যথা এখানেই মৃত্যুবরণ করবো।
এই বিষয়ে দপ্তরের নির্বাহী বাস্তুকার হিমাংশু প্রসাদ সিং বলেন,আন্দোলনকারীদের দাবিপত্র উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।