শিলিগুড়ি,৬ ফেব্রুয়ারিঃ ইউনাইটেড গোর্খা ইন্ডিজেনিয়াস কমিউনিটির তরফে আগামী রবিবার পাহাড়,তরাই ও ডুয়ার্সের ১১টি গোর্খা সম্প্রদায়ের জনজাতির অন্তর্ভুক্তির দাবিতে একটি র্যালির আয়োজন করা হয়েছে।
জানা গিয়েছে, এই র্যালি মাল্লাগুড়ি থেকে শুরু হবে।র্যালিতে পা মেলাবেন পাহাড় ও ডুয়ার্সের বিভিন্ন গোর্খা সম্প্রদায়ের লোকেরা। এদিন এক সাংবাদিক বৈঠক করে সংগঠনের তরফে অশোক গুরুং জানান, এর আগেও পার্লামেন্টে এই দাবি উঠলেও কোনো কাজই এখনও হয়নি। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তের সঙ্গেও তারা এই বিষয়ে কথা বলেছিলেন। তিনি আশ্বাসও দিয়েছিলেন বাজেট সেশনে পার্লামেন্টে এই বিষয়ে তিনি কথা বলবেন।তবে তারপরেও এখনও পর্যন্ত এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না।সেকারনেই তারা আবারও সরকারের দৃষ্টি আকর্ষণে এই র্যালির আয়োজন করছেন।র্যালি থেকে তারা আবারও ১১টি গোর্খা সম্প্রদায়ের জনজাতির অন্তর্ভুক্তির দাবি তুলবেন।