সরকারী স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতার অনুমতি দেওয়ার দাবি তুলে পথ অবরোধ

আলিপুরদুয়ার,৪ ফেব্রুয়ারিঃ সরকারী স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতার অনুমতি দিতে হবে।এই দাবিতে মঙ্গলবার আলিপুরদুয়ারের জটেশ্বর এলাকায় বীরপাড়া-ফালাকাটা গামী পথ অবরোধে সামিল হয়েছে পড়ুয়ারা।এদিকে পথ অবরোধের জেরে ব্যপক যানজট দেখা দিয়েছে ৭ নম্বর এশিয়ান হাইওয়েতে।


সম্প্রতি রাজ্যের সরকারি স্কুল গুলিতে কর্মরত শিক্ষকদের গৃহশিক্ষকতার উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর।সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভে সামিল পড়ুয়ারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş