আলিপুরদুয়ার, ২৫ নভেম্বরঃ আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা কার্তিকা হরবরি বস্তিতে ইট দিয়ে মাথা থেঁতলে দাদাকে খুন করলো ১৬ বছরের নাবালক ভাই।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, রবিবার রাতে ছোট ভাই বিমান কুজুর তার দাদা বাবুলাল কুজুরের মধ্যে বচসা হয়।এরপরই বিমান পাথর দিয়ে দাদার মাথায় আঘাত করে।পরে ইট দিয়ে মাথা থেঁতলে দেয় বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে বাবুলালের দেহ।এমনকি দেহ লোপাট করতে ৪ ফুটের গর্তও করে অভিযুক্ত ভাই।সোমবার সকালে আরেক ভাই সঞ্জীব কুজুর ঘুম থেকে উঠে দাদার নিথর দেহ দেখতে পায়।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শামুকতলা থানায় নিয়ে যায়।গ্রেফতার করা হয় বিমান কুজুরকে।গোটা ঘটনার তদন্তে শামুকতলা থানার পুলিশ।