শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ জমি কেনার পর জমি মাফিয়াদের দাদাগিরি ট্যাক্স না দেওয়ায় এক ব্যক্তির বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো।এই ঘটনায় ফুলবাড়ি থেকে গ্রেফতার এক অভিযুক্ত।ধৃতের নাম পাপ্পু রায়।
জানা গিয়েছে, গত ১০ জানুয়ারি মাটিগাড়া থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিপাসনা ছেত্রী নামে এক মহিলা।মহিলার অভিযোগ, তার স্বামী সুজন খালিং ২০২১ সালে মাটিগাড়া থানা অন্তর্গত পাচকেলগুড়ি মৌজায় তিন কাঠা জমি কিনেছিলেন।এরপর ২০২২ সালে সেই জমিতে একটি বাড়ি তৈরি করেন তারা।সেইসময় এলাকার কিছু জমি মাফিয়া তার স্বামীর কাছ থেকে দাদাগিরি ট্যাক্স হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে।
সেই টাকা না দেওয়ায় চলতি বছর গত ৮ জানুয়ারী পাপ্পু রায় তার কিছু সঙ্গীকে নিয়ে তাদের বাড়িতে যায় এবং টাকা দাবী করে।মহিলার অভিযোগ, টাকা না দেওয়ায় জমি মাফিয়ারা অন্য কারও নামে জমি হস্তান্তরের হুমকি দেয়।সীমানা প্রাচীরও ভেঙে ফেলে তারা।এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পাপ্পু রায়কে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে তাকে ৩ দিনের পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দেন বিচারক।বাকি ৭ জনের খোঁজ করছে পুলিশ।