দাদাকে খুন করে দেহ লোপাটের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত ভাই

কালচিনি,১ আগস্টঃ দাদাকে খুন করে দেহ লোপাট করতে বাড়ির এককোণে কবর খুঁড়েও রেহাই পেল না ভাই।অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত ভাই।কালচিনি ব্লকের বীচ বাগানের মিডিল লাইনের ঘটনা।মৃত দাদার নাম শোভান আনসারী (৩৫) এবং অভিযুক্ত ভাইয়ের নাম জামিন আখতার (২৮) । বৃহস্পতিবার হাসিমারা ফাঁড়িতে গিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা।


অভিযোগ, গত মঙ্গলবার দাদা শোভান আনসারীকে (৩৫) খুন করে জামিন আখতার।এরপর মৃতদেহ লুকোতে বাড়ির এককোণে কবরও খুঁড়ে অভিযুক্ত।এরপর থেকেই পলাতক ছিল অভিযুক্ত জামিন আখতার। ঘটনার দুদিনের মাথায় নাগরাকাটা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে হাসিমারা ফাঁড়ির পুলিশ।এদিন অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়।অন্যদিকে এদিন অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হন এলাকাবাসীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *