ফাঁসিদেওয়া, ১৫ মেঃ দাদার সঙ্গে ভাইয়ের কথা কাটাকাটি! রাতে বাড়ি থেকে বেরিয়ে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো কিশোর।ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর রামকৃষ্ণপল্লী এলাকার ঘটনা।মৃতের নাম রূপম রায়(১৭)।
জানা গিয়েছে, রবিবার রাতে বাড়িতে দেরি করে ঢোকায় ভাইকে বকাবকি করে দাদা।তৎক্ষণাৎ ভাই বাড়ি থেকে বেরিয়ে যায়।রাতে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা।মহানন্দা নদীর সামনে মোবাইল ও জুতো দেখতে পান তারা।এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ।সোমবার ডিজাস্টার ম্যানেজমেন্ট ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে নদীর থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার করে।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।এদিকে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।