শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ শিলিগুড়িতে ফের ডাকাতির ছক রুখে দিল প্রধাননগর থানার পুলিশ।গ্রেফতার ৫ দুষ্কৃতি।
জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রের প্রধাননগর থানা পুলিশের কাছে খবর আসে যে রেগুলেটেড মার্কেট এলাকায় কয়েকজন দুষ্কৃতি জড়ো হয়েছে।এই খবর পেয়েই অভিযান চালায় পুলিশ।গ্রেফতার করা হয় ৫ দুষ্কৃতিকে।
ধৃতদের নাম আকাশ লামা, আশিক ওঁরাও, সূরজ মঙ্গর, সুনীল ওঁরাও এবং মহম্মদ আসিফ।ধৃতরা শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা।তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে আসা বিভিন্ন সরঞ্জাম।রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।