শিলিগুড়ি, ২ অক্টোবরঃ ডাকাতির ছক বানচাল।গ্রেফতার ৪ দুষ্কৃতি।ধৃতরা হল শুভঙ্কর সাহা ও বিশ্বজিৎ পাল, সৌরভ দেবনাথ এবং মিরাজ আলি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার চার দুষ্কৃতি ফুলবাড়ি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়।গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় বেশকিছু ধারালো অস্ত্র।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।