শিলিগুড়ি, ৫ জুলাইঃ শহরে অপরাধমূলক ঘটনা ঘটনোর উদ্দেশ্যে দাগাপুরের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে জড়ো হয়েছিল ১২-১৫ জনের একটি দুষ্কৃতি দল।খবর পেয়েই অভিযান চালালো প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।পুলিশ দেখে কয়েকজন পালিয়ে গেলেও গ্রেফতার হল ৫ জন।
ধৃতদের নাম ফ্রান্সিস ক্রিসপোটা, অভিষেক ওঁরাও, গৌতম মাহাতো, অমিত সিং এবং সুরেশ খাতি।তাদের মধ্যে অমিত সিং শিলিগুড়ির বাসিন্দা, সুরেশ খাতি কার্শিয়াং, ফ্রান্সিস ক্রিসপোটা গয়েরকাটা, অভিষেক ওঁরাও বীরপাড়া এবং গৌতম মাহাতো আলিপুরদুয়ারের বাসিন্দা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভিন জেলা সহ শহরের ১২-১৫ জনের একটি দুষ্কৃতি দল দাগাপুরের পরিত্যক্ত বিল্ডিংয়ে জড়ো হয়েছিল।শহরের বড় কোন সোনার দোকান বা এটিএমে বড়সড় ডাকাতির পরিকল্পনা করছিল তারা।
গোপন সূত্রে এই খবর পায় প্রধাননগর থানার পুলিশ।এরপর সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।ধৃতদের তল্লাশি চালিয়ে একটি অটোমেটিক পিস্তল, দুই রাউন্ড তাজা কার্তুজ, খুকরি সহ বেশকিছু অস্ত্র উদ্ধার হয়েছে।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।