ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ২ দুষ্কৃতি গ্রেফতার

শিলিগুড়ি, ২১ জুনঃ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ২ দুষ্কৃতিকে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম কমল বর্মন মোড় বাজারের বাসিন্দা এবং সঞ্জয় মন্ডল বাঁশবাড়ি এলাকার বাসিন্দা।


প্রসঙ্গত, গত ২৮ মে ডাকাতির উদ্দেশ্যে ফুলবাড়িতে জড়ো হয়েছিল ১০-১২ জনের একটি ডাকাত দল।গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশী আগ্নেঅস্ত্র ও একরাউন্ড কার্তুজ সহ ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।সেদিন দলের বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।পরবর্তীতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ৮ জুন আরও এক জনকে গ্রেফতার করে।

রপর বাকিদের খোঁজে তদন্তে নেমে গতকাল রাতে শিলিগুড়ির মাদানিবাজার এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *