ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ দুষ্কৃতি গ্রেফতার

শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ দুষ্কৃতিকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।ধৃতদের নাম আব্দুল হুসেন, গণেশ রায়, রাহুল মাহাতো, কৌশিক মাঙ্কি মুন্ডা।


জানা গিয়েছে, গতকাল রাতে প্রধাননগর থানার অন্তর্গত দাগাপুর এলাকায় ৪ দুষ্কৃতি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়।এই খবর পেয়েই প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে।ধৃতদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।    

আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom