শিলিগুড়ি, ২৮ মেঃ ডাকাতির ছক বানচাল।তিন দুষ্কৃতিকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।ধৃতদের নাম মহম্মদ মন্সুর আলম(২২), মহম্মদ আলীম(২০)এবং বিশাল দাস(২০)।
জানা গিয়েছে, মাটিগাড়ার হিমাচল বিহারে এসজেডিএ কার্যালয়ের পাশে একটি মাঠে ১০-১২ জনের একটি দুষ্কৃতি দল ডাকাতির ছক করছিল।গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।গ্রেফতার করা হয় ৩ যুবককে।পালিয়ে যায় বাকিরা।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।