শিলিগুড়ি, ২৫ ডিসেম্বরঃ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতিকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।ধৃতদের নাম সঞ্জীব দাস(২১), মহম্মদ বাপ্পা(২২), উত্তম সাহানী(২৮) এবং পরি দাস(৩৬)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বেশকয়েকজন দুষ্কৃতি মাটিগাড়া থানা অন্তর্গত হিমূল সংলগ্ন একটি নির্জন জায়গায় জড়ো হয়েছিল। বড়সড় ডাকাতির পরিকল্পনা ছিল তাদের।এই খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।বেশকয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ধৃত চারজন নামকরা অপরাধী।ধৃতদের হেফাজত থেকে বেশকিছু অস্ত্রও উদ্ধার হয়েছে।
আজ ধৃত চারজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।