দল ক্ষয়িষ্ণু পর্যায়ে যাচ্ছে- শিলিগুড়িতে সিপিএম ছেড়ে দাবি নেতাদের

শিলিগুড়ি, ৯ জুলাইঃ সিপিএম ছেড়ে দলের নীতি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন দীর্ঘদিন ধরে সিপিএমের সঙ্গে যুক্ত নেতারা।


শিলিগুড়িতে কয়েক দশক ধরে সিপিএম করেছেন।কিন্তু দলের বর্তমান নীতির প্রতি ক্ষোভ জানিয়ে দলের সদস্যপদ বাতিল করার দাবি জানিয়ে লিখিত দিলেন বেশকয়েকজন নেতা।পার্থ মৈত্র, উজ্জ্বল ঘোষ, বিপুল ঘোষ, জ্যোতি দে সরকার, বিজয় চৌধুরী, অরিজিত গাঙ্গুলি নেতৃত্বরা লিখিতভাবে জানিয়ে দলের সদস্যপদ থেকে অব্যাহতি চেয়েছেন।

শনিবার পার্থ মৈত্র জানান, দলকে আমাদের সদস্যপদ প্রত্যাহার, বহিষ্কার করার কথা জানিয়েছি।দলে পরিচর্যার সমস্যা রয়েছে।নিয়ম বোঝা যাচ্ছেনা।বয়সের কারণে কমিটিতে রাখা হচ্ছেনা।পরে আবার তাঁদের রাখা হচ্ছে।ঘনঘটা করে নাটক দেখানো হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *