শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমে মেয়রের আসনে বসা শুধু সময়ের অপেক্ষা।কিন্তু তার আগেই শহরে দালাল রাজ ও সিন্ডিকেট রাজ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন গৌতম দেব।
সোমবার পুরনিগমে মেয়র পদের জন্য মনোনয়ন জমা করেন তিনি।এরপরই পুরনিগমে বসে তিনি জানিয়ে দিলেন, পুরনিগমে কোনো দালাল রাজ চলবে না।মাঝে কেউ থাকবে না।টেন্ডারেও সিন্ডিকেট রাজ মেনে নেওয়া হবে না।যদি কেউ এসব করে তাহলে জেলে পাঠিয়ে দেওয়া হবে।
অন্যদিকে শহরজুড়ে অবৈধ নির্মাণ নিয়েও হুঁশিয়ারি দেন।তিনি জানিয়ে দেন, মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা গিয়েছে।কিন্তু বড় বড় বাণিজ্যিক ভবনগুলি বেচে যায়।সেগুলিকে আগে বের করবো।