কোচবিহার, ২৬ ফেব্রুয়ারিঃ তৃণমূলের দলীয় পতাকা ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল তুফানগঞ্জের দেওচড়াই এলাকায়।ঘটনায় রবিবার অসম-বাংলা যোগাযোগকারী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল।পাল্টা জমায়েত করে বিজেপি কর্মী সমর্থকরা।এরফলে দুপক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা হয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।পরবর্তীতে অবরোধ তুলে নেন তারা।
তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে দেওচড়াই মোড় সংলগ্ন তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে থাকা দলীয় পতাকা, ফেস্টুন ছিড়ে দিয়েছে বিজেপির লোকেরা।এই ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা।
অন্যদিকে বিজেপির অভিযোগ, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই মোড় এলাকায় বিধায়ক মিহির গোস্বামীর উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।এই টুর্নামেন্ট না হতে দেওয়ার জন্য তৃণমূলের লোকেরাই এসব করেছে।
তৃণমূলের তুফানগঞ্জ ১ এর ব্লক সভাপতি মনোজ বর্মা বলেন, আমাদের সামনে দলীয় পতাকা, ফেস্টুন ছিড়ে ফেলেছে বিজেপির লোকেরা।এই নিয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
পাল্টা নাটাবাড়ি বিধানসভার বিধায়ক মিহির গোস্বামী বলেন, এখানে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।এই টুর্নামেন্ট পন্ড করার জন্য তৃণমূল তাদের নিজেদের দলীয় পতাকা ছিড়ে বিজেপির উপর দোষারোপ করছে।