সম্পর্কে টানাপোড়ন!দলসিংপাড়ায় যুবতীকে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে-প্রতিবাদে এশিয়ান হাইওয়ে অবরোধ

আলিপুরদুয়ার, ২২ জানুয়ারিঃ আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া চা বাগান থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন পরিবার ও বাসিন্দারা।


জানা গিয়েছে, যুবতীর এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।হঠাৎই সম্পর্কে টানাপোড়ন শুরু হয়।মঙ্গলবার সকালে যুবতী বাড়ি থেকে বের হয়।বিকেল গড়িয়ে গেলেও যুবতীকে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা।

এরপর রাতেই চা বাগান থেকে যুবতীর দেহ উদ্ধার হয়।যুবতীর পরিবারের অভিযোগ, তার প্রেমিক যুবতীকে খুন করেছে।অভিযুক্ত প্রেমিকের শাস্তির দাবিতে আজ এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetjojobet girişholiganbet girişcasibom girişcasibom girişcasibom güncel adresionwinBETS 10