১লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, নতুন অর্থবর্ষে সিগারেটের ওপর শুল্ক বৃদ্ধি করতে চলেছে কেন্দ্র। সিগারেটের ওপর ১৬ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। বিগত দুবছর ধরে সিগারেটের ওপর শুল্কে কোনো হেরফের হয়নি। তবে নতুন অর্থবর্ষে সিগারেটের ওপর ১৬ শতাংশ শুল্কবৃদ্ধি দেশের বিরাট অঙ্কের মানুষের খরচ বাড়াতে চলেছে।
সিগারেটের ধোঁয়া থেকে দূষণ এবং রোগ মোকাবিলায় বিপর্যয় খাত রয়েছে, যার নাম ন্যাশনাল ক্যালামিটি কন্টিনজেন্ট ডিউটি। সিগারেট এবং তামাকজাত দ্রব্যের উপর বসানো শুল্কের টাকা সেই খাতে জমা হয়। সেই অনুযায়ীই, সিগারেটের উপর ১৬ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।
তবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে অনেকেই, এর ফলে ধূমপানের অভ্যাসে খানিকটা রাশ টানা যাবে বলে আশা করা হচ্ছে। যুবসমাজকে তামাক আসক্তি থেকে বের করে আনা যাবে বলে মত তাদের। বিশেষজ্ঞদের মতে তামাকদ্রব্যে শুল্ক বাড়লে পরিবেশ সুস্থ হবে, পাশাপাশি অর্থনৈতিক বোঝাও কমবে।