শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ বাড়ছে রান্নার গ্যাসের দাম।গাড়ি থেকে চুরি হচ্ছে গ্যাস সিলিন্ডার।বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের স্বামীজি মোড় সংলগ্ন এলাকায় একটি সিলিন্ডারের গাড়ি থেকে সিলিন্ডার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে এক যুবক।এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশে।
গ্যাস সিলেন্ডারের গাড়ির চালক জানান, বহুদিন ধরেই শহর জুড়ে গ্যাস সিলিন্ডারের গাড়ি থেকে সিলিন্ডার চুরির ঘটনা ঘটছে। এদিন গাড়ি থামিয়ে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার দিতে গিয়েছিল সে।সেই সুযোগে গাড়ি থেকে সিলিন্ডার চুরি করছিল ওই যুবক।যদিও তাকে হাতেনাতে ধরে ফেলা হয়।
অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে গিয়েছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।