আফগান সেনা ও জঙ্গী সংগঠন তালিবানের সংঘর্ষের মাঝে পড়ে কান্দাহারে নিহত হলেন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি ভারতবর্ষের প্রথম পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক।
জানা গিয়েছে, কান্দাহারের পরিস্থিতি উদ্বেগজনক হতেই অশান্ত পরিস্থিতির ছবি তুলতে কান্দাহার চলে যান দানিশ সিদ্দিকি।বৃহস্পতিবার কান্দাহারের স্পিন বোলডাক জেলায় আফগান সেনা ও জঙ্গী সংগঠন তালিবানের সংঘর্ষ চলাকালীন তালিবান জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছিলেন তিনি। শুক্রবার ভারতে তার মৃত্যুর খবর পৌঁছায়।
উল্লেখ্য, ২০১০ সালে রয়টার্সে চিত্র সাংবাদিক হিসেবে যোগ দেন মুম্বইয়ের বাসিন্দা দানিশ সিদ্দিকি। নেপালের ভূমিকম্প, হংকং প্রোটেস্ট, দিল্লীর দাঙ্গারও ছবি তুলেছিলেন তিনি। ২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফোটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় সাংবাদিক মহলে।