শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ পরিবর্তন যাত্রায় যোগ দিতে দার্জিলিঙে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ ও সাংসদ অর্জুন সিং।
এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তারা।এরপর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীলিপ ঘোষ বলেন, ‘পাহাড়ের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত।তাদের কিছু দাবি রয়েছে।তাদের সেই দাবির সাথে সবাই সহমত না হতে না পারে কিন্তু পাহাড়ের বিকাশ হওয়া দরকার।তাদের দুঃখ কষ্ট দূর করা উচিত।কিন্তু তা না করে পাহাড়ের কিছু নেতা ও মমতা বন্দোপাধ্যায়ের সরকার তাদের কষ্ট বাড়িয়ে চলেছে।পাহাড়ের মানুষ বিমল গুরুংকে এখন আর মানতে চাইছে না।পাহাড়ের মানুষ বিজেপির সাথে আসতে চাইছে’।
অন্যদিকে অর্জুন সিং বলেন, দুর্নীতির সাথে সবাই জড়িত।কারো নম্বর আগে আসছে কারো নম্বর পরে আসছে, তবে তদন্ত হবে।