শিলিগুড়ি,৩ নভেম্বরঃ পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনয় তামাং। তখনই মঙ্গলবার দার্জিলিঙে বিমল গুরুংয়ের বিরোধীতায় বিশাল মিছিল বিনয়পন্থী মোর্চা নেতা কর্মীদের।
পুজোর আগে বিমল গুরুং প্রকাশ্যে আসেন। তারপর থেকেই পাহাড়ে তার বিরোধীতায় বিভিন্ন জায়গায় মিছিল করেন বিনয়পন্থীরা। সোমবার কলকাতা যাওয়ার আগে সেখানেও সাংবাদিক বৈঠকে বিনয় তামাং জানান, বিমল গুরুং সাবজেক্টও নয়। অবজেক্টও নয়। পাশাপাশি গুরুংয়ের উদ্দেশ্যে বলেন, আইনের উর্ধ্বে কেউ নয়। তার নামে অনেক মামলা রয়েছে। পাহাড় এখন শান্ত রয়েছে। পর্যটকেরাও আসছেন।
এদিকে দার্জিলিঙেই রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ১ ডিসেম্বর অবধি সেখানে একাধিক কর্মসূচী রয়েছে তার। যদিও এখনও মোর্চার কোনো প্রতিনধিদের আলোচনায় ডাকেননি। এখন পাহাড়ের রাজনীতি নিয়ে আরও জলঘোলা হয় কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।