শিলিগুড়ি, ৩ মার্চঃ প্রায় ৩ বছর পর পুনর্নিমান ও সংস্কারের কাজ সম্পন্ন করে পর্যটকদের জন্য খোলা হল দার্জিলিং এর গঙ্গামায়া পার্ক।
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বেশকিছু টুরিস্ট স্পটের প্রবেশ ফি নেওয়া বন্ধ করেছিল।তবে টুরিস্ট স্পট গুলির পরিচর্চা এবং পর্যবেক্ষনের কথা মাথায় রেখে ফের টিকিট ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে।
জিটিএ ট্যুরিজম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুরজ শর্মা বলেন, পার্কের রাস্তা ও রক গার্ডেনের রাস্তার অবস্থা ভালো না থাকার কারণে গঙ্গামায়া পার্ক প্রায় ২ বছর থেকে বন্ধ ছিল।তিনি আরও বলেন, পাহাড়ে বিভিন্ন কারণে এই রাস্তার কাজ করা যায়নি।বর্তমানে রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং পার্ক সংস্কারের কাজও সম্পন্ন হয়েছে।এই দুটি জায়গার প্রধান আকর্ষন ঝরনা এছাড়াও শীঘ্রই গঙ্গামায়া পার্কে বোটিং চালু করা হবে।