শিলিগুড়ি, ১৬ জুনঃ লকডাউনে বিপদগ্রস্ত মানুষের খাদ্য, স্বাস্থ্য ও আর্থিক সহায়তা সহ অন্যান্য দাবীতে রাজ্যব্যাপী আন্দোলনে সামিল হল বামপন্থী সংগঠন।
মঙ্গলবার দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে শিলিগুড়ি পোস্ট অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।এদিন ছাতা মাথায় দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন সংগঠনের সদস্যরা।
সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার জানান, লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, অর্থ,স্বাস্থ্য, সুনিশ্চিত করার পাশাপাশি আমফানকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়।তাদের এই দাবী না মেনে নেওয়া হলে আগামীতে বৃহত্তর আন্দোলন যাওয়ার হুশিয়ারিও দেন তিনি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক জীবেস সরকার সহ অন্যান্য বাম নেতৃত্বরা।