বিভিন্ন দাবিতে দার্জিলিং জেলা যুব কংগ্রেসের তরফে মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান  

শিলিগুড়ি, ২ জুনঃ বিভিন্ন দাবিতে শিলিগুড়ির মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান করল দার্জিলিং জেলা যুব কংগ্রেস।


করোনা পরিস্থিতিতে শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোমের বিরুদ্ধে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ উঠছে।নার্সিংহোমগুলির কালোবাজারি রুখতে ব্যবস্থা গ্রহণ সহ আরও বিভিন্ন দাবিতে এদিন মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান করেন যুব কংগ্রেসের সদস্যরা।

দার্জিলিং জেলা যুব কংগ্রেসের সভাপতি রোহিত তিওয়ারি বলেন, করোনা মহামারীতে বেশকিছু নার্সিংহোম করোনা রোগীর চিকিৎসা নিয়ে কালেবাজারি করছে।এইসমস্ত বিষয় গুলোর ওপর প্রশাসনের কোনো নজরদারী নেই।অক্সিজেন,ওষুধ, অক্সিমিটার নিয়ে বাজারে যেভাবে কালোবাজারি চলছে সেইসমস্ত বিষয়ে অবিলম্বে নজর দেওয়া উচিত।তিনি আরও বলেন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনার টিকা নেওয়ার জন্য যেসকল মানুষ লাইনে দাঁড়িয়ে থাকছেন তারা অসাধু দালালের ফাঁদে পড়ছেন।পুরনিগমের প্রত্যেকটি বরো অফিসে করোনার টিকাকরণের ব্যবস্থা করার দাবিও জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *