শিলিগুড়ি, ১ অক্টোবরঃ বিধানসভায় তৃতীয়বার জয়লাভ করতেই দার্জিলিং জেলাতেও তৃণমূলে যোগ দিতে হুড়োহুড়ি লেগে যায়।বামফ্রন্ট, বিজেপি, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিতে শুরু করেন বহু নেতা।
সম্প্রতি অনেক বাম কাউন্সিলর যোগ দেন তৃণমূলে।যা নিয়ে দলের মধ্যেও অনেক পুরোনো নেতা কর্মীরাও অসন্তোষ প্রকাশ করেন।যেকারণে আপাতত দলে যোগদান বন্ধ করা হয়েছে বলে জানালেন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ।আপাতত কোনও যোগদান হবেনা বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, প্রায় ১০ হাজার মানুষ তৃণমূলে আসতে চেয়ে আবেদন করেছেন।রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে স্থানীয় স্তরেও ব্লক ও ওয়ার্ডের নেতৃত্বদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে কাদের দলে নেওয়া উচিত।তবে পুজোর আগে আর নতুন করে যোগদান হচ্ছেনা বলে জানিয়েছেন সভানেত্রী।
অন্যদিকে এখন থেকে দল সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদমাধ্যমে সভানেত্রী, চেয়ারম্যান, মুখপাত্র কথা বলতে পারবেন।অন্যান্যদের দল সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে হলে অনুমতি লাগবে বলে জানান সভানেত্রী পাপিয়া ঘোষ।