নকশালবাড়ি, ১০ জুনঃ উচ্চমাধ্যমিকে ২ নম্বরের জন্য মেধা তালিকায় স্থান পায়নি, তবে দার্জিলিং জেলায় প্রথম স্থান নকশালবাড়ির নন্দ প্রসাদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অন্বেষা সাহা।তার প্রাপ্ত নম্বর ৪৮৭।
উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে খবর পেয়েই অন্বেষাকে সংবর্ধনা প্রদান করেন স্কুলের শিক্ষকরা।আগামীদিনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে অন্বেষার।পড়াশোনা ছাড়াও নাচ ও গানের প্রতি আগ্রহ রয়েছে তার।
নন্দ প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীশিথ ঘোষ জানান, স্কুলের দিক থেকে গর্বের বিষয়।আগামীদিনে অন্বেষার দেখানো পথ সকল শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হবে।সামগ্রিকভাবে স্কুলের ফলাফল ভালো হয়েছে বলে জানান তিনি।
