দার্জিলিঙের রিম্বিকে  ধস, মৃত্যু একই পরিবারের ৩ জনের

দার্জিলিং, ১৪ মার্চঃ শুক্রবার গভীর রাতে রিম্বিক এর লোধামায়  ধসের ফলে মৃত্যু হল শিশুসহ তিনজনের।শনিবার সকালে স্থানীয়রা ধস সড়িয়ে মৃতদেহ গুলিকে উদ্ধার করে।মৃতদের নাম নিমা তামাং (৩৪), চন্দ্রা তামাং(২৯) ও নেহাল তামাং (৫ )।


সূত্রের খবর, রিম্বিক এর লোধামার কাছে ঘড়ের  উপর জলের পাইপ ফেটে যাওয়ায় ধস নামে।এরফলে মৃত্যু হয় একই পরিবারের ৩ জনের।মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দার্জিলিং সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *